Lion (2016)
IMDb rating 8/10
Rotten Tomatoes 84%
সারু ব্রিরলের লেখা ‘আ লং ওয়ে হোম’ অবলম্বনে তৈরি হওয়া ছবি ‘লায়ন’। কাহিনিটি সারু ব্রিরলের আত্মজীবনী। পাঁচ বছর বয়সে উত্তর ভারতের কোনো এক স্টেশনে এক খালি ট্রেনে ঘুমিয়ে পড়ে সারু। ঘুম যখন ভাঙ্গে তখন পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনে। যখন ট্রেন থেকে মুক্তি পায় ততক্ষনে সে হারিয়ে গেছে। নানারকম চড়াই উতরাই পাড় হয়ে প্রথমে অনাথ আশ্রম, তারপর অস্ট্রেলিয়া। ২৫ বছর ধরে খুঁজে খুঁজে সারুর ফিরে আসার গল্প।
এই ছবিতে শিকড়ের প্রতি মানুষের টান বুঝা যায়। এটা সেই সময় খুব স্পষ্ট ভাবে বুঝা যায় যখন সারু তার পালিতা মা স্যু কে বলে, সে দীর্ঘদিন ধরে তার পরিবারের সন্ধান করে চলছে। কিন্তু এটা সে কারনে নয় যে সে তার অস্ট্রেলিয়ার পরিবারকে নিয়ে অখুশি। হ্যাঁ সে অখুশি ছিল না, কিন্তু নিজের জন্মভূমিকে দেখার অদম্য ইচ্ছা তাকে পরিচালনা করেছে।
এ ছবি দর্শকের আবেগকে নাড়া দেয়, মনের অজান্তেই চোখ দিয়ে পানি আসবে।
মার্কিন ঔপন্যাসিক থমাস উলফের ‘ইউ ক্যান্ট গো হোম এগেইন’ বইয়ে বলা হয়েছে ঘর ছাড়লে সে ঘরে আর ফেরা যায় না। কারন সে ঘরটাই আর থাকে না। এখানেও কি তাই হবে? নাকি সারু ফিরে যেতে পারবে তার পাথর খাদানে কাজ করা মায়ের কাছে, প্রিয় বড় ভাইয়ের কাছে, আদরের বোনের কাছে?
সব মিলিয়ে ছয়টি আস্কার নমিনেশন পেয়েছিল ছবিটি, কিন্তু একটিও জিততে পারেনি। কারণ এ সিংহ জঙ্গলের নয়, অভয়ারণ্যের।
1 Comments
Visit my website
ReplyDelete