Ticker

6/recent/ticker-posts

এ টেল অব টু সিটিজ pdf download


এ টেল অব টু সিটিজ রিভিউঃ

চার্লস ডিকেন্সের লেখা টেল অফ টু সিটিজ উপন্যাসটি যাবৎকালের সর্বাধিক বিক্রীত উপন্যাস ফরাসি বিপ্লব পূর্ব নৃশংসতা এবং এর পরবর্তী সামাজিক অস্থিরতাকে কেন্দ্র করে রচিত হয়েছে এর পটভূমি ফরাসি বিপ্লব পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সামন্তবাদ, সাম্রাজ্যবাদ, শোষণ নির্যাতন-নিপীরনের বিরুদ্ধ্যে ফরাসি বিপ্লবের সূচনা হয় তবে পটভূমির সূচিসাম্য, স্বাধীনতা ভ্রাতৃত্বে আবেদন কতটুকু পূরণ হয়েছে সেটা দেখার বিষয় টেল অফ টু সিটিজউপন্যাসেসাম্য, স্বাধীনতা ভ্রাতৃত্বে সহবস্থান ঘটে নি 

যদি সহবস্থান ঘটত তবে এতো সংঘাত, হানাহানি, মারামারি ঘটত না উপন্যাসে বিপ্লবের শুরুর সময়ে ফ্রান্সের চাষিদের দুর্দশার কথা, বিপ্লবের বছরগুলোতে বিপ্লবীদের নিষ্ঠুরতা এবং একই সময়ে লন্ডনের জীবনের সঙ্গে নানা পার্থক্য তুলে ধরা হয়েছে এখানে টু সিটিজ বলতে লন্ডন আর প্যারিসকে বুঝানো হয়েছে লন্ডন থেকে প্যারিসের পথে কাহিনী শুরু একজন ব্যাংকার কেবল তারুণ্যে পা দেওয়া একজন মেয়েকে নিয়ে লন্ডন থেকে প্যারিস গমন করে সেখানে মেয়েটি প্রথমবারের মতো তার বাবাকে দেখতে পায় অথচ সে এতদিন ধরে জেনে এসেছে তার বাবা বেঁচে নেই মূল কাহিনী শুরু হয়েছে এর পর থেকেই মেয়েটিকে কেন্দ্র করে ফ্রান্সের গণবিপ্লবের উপর বইটি রচণা করা হয়েছে পটভূমির দিকে দৃষ্টি দিলে আমরা শুধু মাত্র বিশৃঙ্খলা দেখতে পাবো কিন্তু এই বিশৃঙ্খলার মাঝে ভালোবাসার ছোঁয়া দিয়েছে মূল চরিত্রগুলো শৈল্পিক ত্রিভুজ প্রেমের কাহিনী যার যবনিকা ঘটেছে লন্ডন প্যারিসে

বিশ্বব্যাপী বইটির প্রায় ২০ কোটি কপি বিক্রির হিসাব পাওয়া যায়

মোঃ তাইয়েব উল হাসিব

Download pdf (Bangla)

Download pdf (English)

 a tale of two cities bangla pdf download

Post a Comment

0 Comments