Ticker

6/recent/ticker-posts

তাজউদ্দীন আহমদ ও প্রথম বাংলাদেশ সরকার

তাজউদ্দীন আহমদ প্রথম বাংলাদেশ সরকার

লেখক: আবুল কাসেম ফজলুল হক
ধরন: প্রবন্ধ
প্রকাশনী: জাগৃতি
প্রথম প্রকাশ: ২০১৫
মুদ্রিত মূল্য: ২০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৯৬

  • রিভিউ:
"আমি দেশের জন্য এমনভাবে কাজ করে যাবো, যেন দেশের ইতিহাস লেখার সময় সবাই এই দেশটাকে খুঁজে পায়; কিন্তু আমাকেই হারিয়ে ফেলে" - তাজউদ্দীন আহমদ।

বইটি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে রচিত। ২৫ মার্চ মধ্যরাতে গ্রেপ্তার হওয়ার পর শেখ মুজিব মুক্তিযুদ্ধের পুরোটা সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধ সামাল দেওয়ার জন্য একটি দক্ষ নেতৃত্বের প্রয়োজন ছিল। সামনে থেকে সেই নেতৃত্ব দেন তাজউদ্দীন আহমদ।

স্বাধীনতার পর শেখ মুজিবের সাথে তাজউদ্দীন আহমদের সম্পর্কটা মধুর ছিল না। ১৯৭৪ সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ মুজিব, অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদকে মন্ত্রীপদ ত্যাগ করার আহ্বান জানান। কোন উচ্চবাচ্য না করে তাজউদ্দীন আহমদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

বলা হয়ে থাকে যে, শেখ মুজিব-তাজউদ্দীন সম্পর্কে ফাটল না ধরলে ১৫ আগস্ট ঘটতো না। আর ১৫ আগস্ট না ঘটলে নভেম্বর জেল হত্যার ঘটনাও ঘটতো না।

শেখ মুজিব যদি একটি ইতিহাস হন, তাজউদ্দিন আহমেদ তাহলে সেই ইতিহাসের পাতা। কিন্তু আফসোস, বর্তমান প্রজন্ম কতটুকু জানে তাজউদ্দিন আহমেদ সম্পর্কে? শুধু এটুকুই জানে যে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। তাজউদ্দিন আহমেদকে জানতে এই বইটি অবশ্যই পাঠ্য

জাহিদ হাসান

তাজউদ্দীন আহমদ ও প্রথম বাংলাদেশ সরকার


Post a Comment

0 Comments